• মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪

কলিকালের রোমিও হোমায়রার চার প্রেমিক!


প্রকাশিত: ২:৫০ পিএম, ১৪ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

বিনোদন রিপোর্টার   :   ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু। অভিনয়ে সাম্প্রতিক সময়ে 00খুব বেশি দেখা যায় না।তবে বিশেষ দিনগুলোর নাটকে টুকটাক কাজ করছেন তিনি। আর নায়িকা হোমায়রার একজন নয়, দুইজন নয় তার নাকি চারজন প্রেমিক!

00000চার প্রেমিককে কীভাবে সামলান হোমায়রা? জানতে হলে হোমায়রা ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।এবার ঈদে ‘কলিকালের রোমিও’ নামে একটি ধারবাহিক নাটকে অভিনয় করছেন হোমায়রা। নাটকের গল্পে দেখা যাবে হোমায়রা হিমু চারজনের সঙ্গে প্রেমের প্ল্যান করেন।
000
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জুয়েল হাসান। ইতিমধ্যেই নাটকটির কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে। বাকি পর্বের শুটিং চলছে।নাটকে হোমায়রার চার প্রেমিকের চরিত্রে দেখা যাবে আখম হাসান, রিফাত চৌধুরী, হান্নান শেলি ও সোহান খানকে।