• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

কলিকালের প্রেম-পোস্টারে প্রকাশ্যে স্কুলের প্রেমিক-প্রেমিকাদের নাম!


প্রকাশিত: ৬:৫৫ পিএম, ২ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৫৩ বার

2ডেস্ক রিপোর্টার  :  পোস্টারের উপরে বড় বড় অক্ষরে লেখা ‌’সোনাখালী হাইস্কুলের বর্তমান প্রেমের তালিকা’। এরপর সারিবদ্ধভাবে স্কুলের ছাত্রছাত্রীর নাম, আর নামের পাশে কে কোন শ্রেণিতে পড়ছে তা লেখা।প্রেম মানে না বাধা। বাড়িতে বাব-মার শাসনে থাকার কারণে অনেক ছেলে মেয়েই ভয়ে থাকেন। বাড়িতে তারা একেবারেই সাধু। বাড়ি থেকে স্কুল-কলেজে গেলেই তারা যেন স্বাধীন হয়ে যান।

সেখানে পড়া-লেখার বিষয়ে শাসন করার জন্য শিক্ষকরা থাকলেও প্রেম বিষয়ে শাসন করার কেউ নেই। অনেকেই আবার স্কুল ফাঁকি দিয়েও প্রেমে মত্ত থাকেন।কেউ কেউ আবার স্কুল থেকে পালিয়ে সিনেমা হলে গিয়ে চুটিয়ে প্রেম করেন। আর এমনই এক প্রেমলীলার খবর বেরিয়ে এসেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার সোনাখালী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নামে।

1ওই বিদ্যালয়ের প্রেমিক-প্রেমিকাদের নামের তালিকা পোস্টারে পোস্টারে ছড়িয়ে দেয়া হয়েছে। স্কুলের ভেতরে ঢুকলেই চোখে পড়বে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে এমন পোস্টার।ভারতীয় গণমাধ্যমের খবর, স্কুলের ছেলে-মেয়েরা চুটিয়ে প্রেম করছে। তাদের পড়ালেখা আপাতত লাটে উঠেছে। তাতেই বিরক্ত হয়ে ‘পি সি এস’ (পিপলস কমিটি অফ সোনাখালি) নামে স্থানীয় মানুষজন এই পোস্টার লাগিয়েছেন।

এখানেই শেষ নয়, এমন তালিকা ভবিষ্যতে আরও প্রকাশ করা হবে বলে জানিয়েছে তালিকা প্রস্তুতকারীরা। তাদের ধারণা, প্রেমিক-প্রেমিকাদের নাম প্রকাশ্যে এলে তারা হয় তো এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেবে।
তালিকায় দেখা যায়, একজন একইসঙ্গে দুই-তিনজনের সঙ্গে প্রেম করছেন। যা নিয়ে চাঞ্চল্য পড়ে গেছে স্কুলে।
তবে পোস্টারে নাম থাকা এরকমই এক একাদশ শ্রেণির ছাত্রের দাবি, তাদের বদনাম করতে কিছু অসৎ মানুষ এমন কাজ করেছে। বাড়িতে জানতে পারলে তাকে মেরেই ফেলবে।