• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

কলাবাগানে ডাবল মার্ডার-৩ খুনী চিহ্নিত-শিগগির পাকরাও


প্রকাশিত: ৮:১৫ পিএম, ২৯ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

julhas-tonoy-www.jatirkhantha.com.bdসাইফুল বারী মাসুম  :   জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে হত্যার ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে ধানমণ্ডির নিজ বাসভবনে আলাপে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। সময় মতো জানাবো। আমরা তিনজনকে শনাক্ত করতে পেরেছি- বিভিন্ন পত্রিকায়, খবরেও এসেছে। আপনারা দেখেছেন। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না। আরও কয়েকদিন পরে সবকিছু জানাতে পারবো।

তিনি আরও বলেন, ‘ব্লগারসহ যেসব হত্যাকান্ড- ঘটেছে তার বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি আমরা। কয়েকজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। ২৫শে এপ্রিল বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫, উত্তর ধানমণ্ডির আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাস মান্নান (৩৫) ও তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয়কে (২৫)।