• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

কলকাতায় ফ্লাইওভার ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২


প্রকাশিত: ১:৩১ এএম, ১ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

 

অনলাইন ডেস্ক রিপোর্টার  :  ভারতের কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। ধারণা করা হচ্ছে আরো 1দেড় শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো টাইমস অফ ইন্ডিয়া। আটকে পড়াদের উদ্ধারকাজে নেমে পড়েছে দমকলকর্মীরা। ইতোমধ্যে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর চারটি ইউনিট কাজ করেছ এছাড়া কাজ করছে সেনাবাহিনী ও হাসপাতালকর্মীরা। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও।

2বৃহস্পতিবার  বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে একটি গাড়ির উপরে।কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এক স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানায়, সাড়ে ১২টা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়।

পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নিচে অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকার্য চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।