• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

কর্নেল অব দি রেজিমেন্ট হলেন সেনাপ্রধান


প্রকাশিত: ৯:০৪ পিএম, ২৩ জানুয়ারী ২৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬ বার

চট্টগ্রাম প্রতিনিধি: ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হয়ে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, গেল কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও যুদ্ধাপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে বাহিনীকে আরো যুগোপযোগী, আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগান বাড়াতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠার কাজ চলছে।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) সকালে চট্টগ্রাম শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদসকে পেশাদার ও প্রশিক্ষিত হয়ে গড়ে তোলা হচ্ছে। দেশ মাতৃকার সেবায় বাহিনীর প্রতিটি সদস্যকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলার সাথে পালনের পাশাপাশি জীবন বির্সজন দেয়ার নির্দেশ দেন সেনাপ্রধান।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।