• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

করোনা ভ্যাকসিন নিলেন তামিম সৌম্য সরকার’রা


প্রকাশিত: ১:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩২৯ বার

স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটারেরা ভ্যাকসিন নেবেন—এটা সবার জানা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ক্রিকেটারদের করোনার টিকা গ্রহণ কার্যক্রম। প্রথম দিনে সবার আগে ভ্যাকসিন নিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এরপর ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সৌম্য-তামিম ছাড়াও অনেক ক্রিকেটার আজ ভ্যাকসিন নিচ্ছেন। এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈমসহ আরো অনেকে।আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ক্রিকেটারদের ভ্যাকসিন নেওয়ার কার্যক্রম শুরু হয়।

ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস, ফিজিও জুলিয়ান ক্যালেফাতে, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিকোলাস ট্রেভরাও ভ্যাকসিন নিতে গিয়েছেন। এ ছাড়া হাসপাতালে দেখা যায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ আরো অনেককে।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। সফরের জন্য আগামীকাল শুক্রবার দল ঘোষণা করার কথা রয়েছে। দল ঘোষণার আগেই আজ থেকে শুরু হলো ভ্যাকসিন নেওয়ার কার্যক্রম। এখানে ধাপে ধাপে সব ক্রিকেটারেরা করোনার ভ্যাকসিন নেবেন।