• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

কমলাপুরে হাজার পিস ইয়াবাসহ রিয়াদ নামের এক যাত্রী পাকরাও


প্রকাশিত: ১১:৪৯ এএম, ৯ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫১ বার

স্টাফ রিপোর্টার  ;   রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক হাজার পিস ইয়াবাসহ খন্দকার 1মাহমুদুর রিয়াদ (৩০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।সোমবার সকাল ১০টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

আটক রিয়াদ ময়মনসিংহ জেলার বজলুল রশিদের ছেলে।ওসি আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে কমলাপুর রেলস্টেশনে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে ওই যাত্রী নামেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।