কবর থেকে দেহ তুলে গণধর্ষণ!অস্বাভাবিক সঙ্গম ধারায় মামলা
আনন্দবাজার. সংবাদ সংস্থা: এ দেশে কবরেও সুরক্ষিত নয় মেয়েরা। সেখানেও তাদের তাড়া করে বেড়ায় পুরুষদের বিকৃত যৌন লালসা। গাজিয়াবাদের তহলকা গ্রামে কবর থেকে মহিলার দেহ তুলে গণধর্ষণ করল তিন দুষ্কৃতী।
ঘটনার তিন দিন আগে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ২৬ বছরের ওই মহিলার। ঘটনার দিন কবর থেকে ২০ ফুট দূরে তাঁর বিবস্ত্র মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে।
অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হবে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধিতে শবের সঙ্গে যৌন মিলন বলে স্পষ্ট ভাবে কোনও কিছুর উল্লেখ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৭ ধারায় (কবরে অবৈধ খনন) মামলা করা হতে পারে। দায়ের হতে পারে ৩৭৭ ধারাও (অস্বাভাবিক সঙ্গম)।