• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

কপাল খুলল ৭ পুলিশ কর্মকর্তার


প্রকাশিত: ১২:০৯ এএম, ২৫ ডিসেম্বর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

101 বিশেষ প্রতিবেদক:   কপাল  খুলল ৭ পুলিশ কর্মকর্তার ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ সাত কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

পদোন্নতি পাওয়া অন্য ছয় কর্মকর্তা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সাদিকুর রহমান, ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ সদরদপ্তরের মো. মইনুর রহমান ও মোহাম্মদ আবুল কাসেম এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিদ্দিকুর রহমান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হয়।

আইজিপি এ কে এম শহীদুল হক, সিআইডির প্রধান শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন।