• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

কপাল খুলল মুস্তাফিজুর সৌম্য সাবি্বর ও রিয়াদের


প্রকাশিত: ৩:৫৭ পিএম, ২ জানুয়ারী ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

124স্পোর্টস রিপোর্টার:  স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোনালি সময়ের সারথীদের নতুন চুক্তিতে জায়গা করে নেওয়াটাও স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০১৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিচ্ছেন তিন নবীন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও সাবি্বর রহমান। এরই মধ্যে নির্বাচকরা ১৫ জনের তালিকা বোর্ডে জমা দিয়েছেন। বিসিবির আগামী বৈঠকে অনুমোদন হতে পারে সে তালিকা। ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর সুপারিশও করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

২০১৫ সালের চুক্তিতে ছিলেন ১৪ ক্রিকেটার। এবার ১৫ জন আসছেন চুক্তির আওতায়। গত বছরের চুক্তি থেকে বাদ পড়ছেন জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম। এবারও চুক্তিতে জায়গা পাননি তরুণ পেসার তাসকিন আহমেদ। গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ডানহাতি এ পেসার গত বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু চোটের কারণে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

বিপিএল তৃতীয় আসরেও তেমন কিছু করতে পারেননি তাসকিন। সূত্র জানিয়েছে, চুক্তিতে নতুন আসা তিন ক্রিকেটারের জায়গা হচ্ছে ‘ডি’ ক্যাটাগরিতে। যেখানে আরও আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, তাইজুল ইসলাম ও পেসার আল-আমিন। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আগে ছিলেন চারজন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে এই ক্যাটাগরিতে যোগ হচ্ছেন বিশ্বকাপে দুই সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে ২০১৬ সালের চুক্তিতেও ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার থাকছেন না। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, নাসির হোসেন ও রুবেল হোসেন। ‘সি’ ক্যাটাগরিতে আছেন কেবল মুমিনুল হক সৌরভ।
২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী ‘এ প্লাস’ শ্রেণীর
ক্রিকেটারদের মাসিক বেতন দুই লাখ টাকা। এ ছাড়া ‘এ’ ক্যাটারি এক লাখ ৭০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি এক লাখ ২০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৯০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে মাসিক বেতন ৬০ হাজার টাকা। অধিনায়করা মাসিক বেতনের সঙ্গে ২০ হাজার এবং সহ-অধিনায়করা ১০ হাজার টাকা বাড়তি দায়িত্ব ভাতা পেতেন।