• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

কনসার্ট হলে যখন গান চলছিলো তখন গুলির বৃষ্টি


প্রকাশিত: ৭:০৪ পিএম, ১৫ নভেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

gggggggggggggঅনলাইন ডেস্ক রিপোর্টার:   রাতের জমজমাট শহর প্যারিসে তখন রাত দশটার কাছাকাছি। বুলভার ভলতেয়ারের বাটাক্ল কনসার্ট হলে তখন গান পরিবেশন করছিলো ক্যালিফোর্নিয়ার ইগলস অফ ডেথ।বলা হচ্ছে, এই কনসার্টের দেড় হাজার টিকেট বিক্রি হয়ে গিয়েছিলো।

হামলাকারীরা, হঠাৎই ওই হলের ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, হলের পেছন থেকে চারজন হামলাকারী গুলি চালাতে শুরু করে।তাদের হাতে ছিলো কালাশনিকভ রাইফেল।এই কনসার্ট হলে অন্তত ৮২ জন নিহত হয়েছে।