• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৬ মে ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

 

বিনা সওদাগর কক্সবাজার থেকে : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ pmহাসিনা। শনিবার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করেছি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও চার লেনে উন্নীত করা হবে।’

সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বিশ্বসভায় তার সরকারের নেতৃত্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে সেনাবাহিনীর অংশগ্রহণ ও তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকা থেকে সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত। কক্সবাজার সফরে বিকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।