• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে জোয়ারে ভেসে গেল পর্যটক


প্রকাশিত: ৩:৪৭ পিএম, ১৮ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫২ বার

 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইদুর রহমান (২২)। তিনি ফেনী সদর এলাকার মো. ইউনুসের ছেলে। শনিবার সকাল ৯টায় লাবনী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব আলম জানান, সকাল সাতটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে জোয়ারের টানে ভেসে যেতে থাকে এক পর্যটক। পরে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে ওই পর্যটকের মৃত্যু হয়।

মাহবুব আলম আরও জানান, গত বৃহস্পতিবার সাইদুর রহমান তার কয়েকজন বন্ধুর সাথে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠে। এরমধ্যে আজ শনিবার ভোরে চারজন মিলে সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার সময় সাইদুর রহমান জোয়ারের টানে ভেসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের ডিউটি অফিসার সাইদুর রহমান অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানান, সাইদুর নামের ওই পর্যটক গোসল করতে নেমে পানি খেয়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।