ককপিট ছেড়ে এবার পাইলট ঘুমালো তিন শতাধিক যাত্রী নিয়ে !
ডেস্ক রিপোর্টার : পিআইএ’র পাইলটহাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু দিব্যি ককপিট ছেড়ে বিজনেস ক্লাসের একটি আসনে দুই ঘণ্টা ঘুমালেন পাইলট। গত ২৬ এপ্রিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) এমন ঘটনা ঘটেছে। তথ্য আনন্দবাজার।
জানা গেছে, লন্ডনগামী পিআইএ বিমানের এই ঘটনায় আমির আখতার হাশমি নামে ওই পাকিস্তানি পাইলটকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে পিআইএ কর্তৃপক্ষ। প্রথমে আমির আখতার হাশমির বিরুদ্ধে অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি পিআইএ কর্তৃপক্ষ। কিন্তু ওই বিমানে থাকা এক যাত্রী পাইলটের ঘুমিয়ে পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়।
পিআইএ’র এক মুখপাত্র বলেন, ‘এই নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটের বিমান চালানোয় স্থগিতাদেশ দেয়া হয়েছে।’ বিমান সংস্থাটির এক অফিসার জানিয়েছেন, ওই বিমানের কো-পাইলট ছিলেন আলি হাসান ইয়াজদাহি। পাইলট হিসেবে ইয়াজদাহির প্রশিক্ষণ চলছিল।পাইলটের পাশাপাশি হাশমি একজন প্রশিক্ষকও। লন্ডনগামী ওই ফ্লাইটেও ইয়াজদাহিকে তার প্রশিক্ষণ দেয়ার কথা ছিল।