• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

ওয়ার্ল্ড ম্যানিলায় জুয়ার আসরে ৩৬ জুয়াড়ী নিহত-বন্দুকধারীর গুলিতে


প্রকাশিত: ৬:৪০ পিএম, ২ জুন ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার :  ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনো থেকে অন্তত ৩৬ জনের মৃতদেহ manila casino-www.jatirkhantha.com.bd.1উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই ক্যাসিনোতে এক বন্দুকধারীর হামলার পর সেখান থেকে মৃতদেহগুলি উদ্ধার হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, হামলাকারী গুলি ছোড়ার পর ক্যাসিনো টেবিলে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ মানুষ মারা যান। ম্যানিলা পুলিশ বলছে, এক পর্যায়ে সারি বেঁধে রাখা টিভি মনিটরে গুলি চালানোর পর নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন ওই বন্দুকধারী।

এটি কোনও সন্ত্রাসী হামলা নয়, বরং ডাকাতি চেষ্টা বলেই প্রাথমিকভাবে মনে করছেন কর্মকর্তারা। হামলার সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) কোনও ধরনের সংশ্লিষ্টতার কথাও অস্বীকার করেছেন তারা।