• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

ওসি সালাউদ্দিনকে একবার দেখতে মর্গে বসে আছেন বন্ধু জাহাঙ্গির


প্রকাশিত: ৩:১১ পিএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

 

আসমা খন্দকার : ওসি সালাউদ্দিনকে একবার দেখতে মর্গে বসে আছেন বন্ধু জাহাঙ্গির। রাজধানীর Holy-artijan-teror-fighting-banini-oc-dead-www.jatirkhantha.com_.bd_গুলশানে হলি আর্টিজানে শুক্রবার রাতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। বন্ধুর লাশ একনজর দেখতে ভোর থেকে মর্গে অপেক্ষা করছেন তাঁর বাল্যবন্ধু জাহাঙ্গীর কবীর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভোর থেকে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। তিনি জাতিরকন্ঠকে বললেন, ‘আমার বুকের একটা জায়গা ফাঁকা হয়ে গেল। ক্লাস ওয়ান থেকে দুজন একসঙ্গে পড়েছেন এস এ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে একসঙ্গে ঢাকা কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে।’

জাহাঙ্গীর কবীর বললেন, ‘গতকাল আমি মোতালেব প্লাজায় ছিলাম। হঠাৎ​ শুনি, বনানীতে ঝামেলা হচ্ছে। আমার খুব ভয় লাগল। আমি মিরপুর থানার ওসিকে ফোন করলাম। উনি সালাউদ্দিনের আত্মীয়। দেখি ফোন ধরে না। পরে তো জানলাম সব শেষ। জানি সব আনুষ্ঠানিকতা শেষে এখানে পৌঁছাতে দেরি হবে। তবু দাঁড়িয়ে আছি। আমার বুকটা খালি হয়ে গেছে।’

সালাউদ্দিন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী কারও সঙ্গে কথা বলছেন না বলে জানালেন সালাউদ্দিনের বাল্যবন্ধু। মর্গ থেকে সালাউদ্দিনের লাশ গ্রহণ করবেন তাঁর বড় ভাই।