• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

‘ওরা’ ছাত্রলীগ নেতাদের কথা রাখলো-পচা ডিম মারল ইমরানের গাড়িতে


প্রকাশিত: ২:৩৬ পিএম, ১৬ জুলাই ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৩৫ বার

imran_h_sarker_www.jatirkhantha.com.bd কোর্ট রিপোর্টার : imran-egged-www.jatirkhantha.com.bdঅবশেষে ছাত্রলীগ নেতাদের কথা রাখলো ইমরান বিরোধীরা। আজ জামিন নিয়ে বের হওয়ার সময় পচা ডিম মারা হয় ইমরানের pocha dim-chatroleage-www.jatirkhantha.com.bdগাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, পচা ডিম মেরে হামলা করা হলো ইমরানের ওপর। আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রোববার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা হয়।

এরআগে এক স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হিটখোর ইমরান বলে মন্তব্য করে তার জন্য ৫০০ পচা ডিমের অর্ডার ও ১০০ স্টকে রেখেছিল ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিয়েছিলেন।

pocha dim-chatroleage-www.jatirkhantha.com.bd.1মোতাহার হোসেন প্রিন্স লিখেছিল, ‘মারধর করে হিটখোর ইমরান-সনাতনরে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ!’ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!!

ফেসবুকে এমন পোস্টের পর সাহিদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, অপমান মাইর খাওয়ার চেয়েও বেশি লজ্জাকর, যদি বুঝার মতো একটু হলেও জ্ঞান থাকে! সময়োপযোগী সিদ্ধান্ত ভাই। মো. হাসিবুল হোসেন হাসিব লেখেন, ইমরানকে দিয়ে পচা ডিমের বাচ্চা ফুটানো হোক। সাথে কিছু নুডুলস ও থাকছে আহারের জন্য!!!! তুহিন রেজা নামের আরেক ছাত্রলীগ নেতা মন্তব্য করেন, সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!!!!

জামিন নিয়ে বেরোনোর সময় ইমরান–

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালতের ফটকে হামলার শিকার হন ইমরান সরকার। তার গাড়িতে পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তিনি গাড়ি থেকে নেমে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের এজলাসে যান।