• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজে জাকের আলীর বিশ্বরেকর্ড-


প্রকাশিত: ৩:০৬ এএম, ২১ ডিসেম্বর ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫ বার

 

স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই কীর্তি গড়ার পথে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। ব্যাট হাতে জাকের আলী ভেঙেছেন বাংলাদেশের অনেক রেকর্ড। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পথে ৩০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডও করে ফেলল বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এর আগে কোনো দল প্রতিপক্ষকে তিনবার অলআউট করতে পারেনি। এর আগে কোনো দল নিতে পেরেছে সর্বোচ্চ ২৯ উইকেট। গত মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ২৮ উইকেট নেওয়ার ঘটনা আছে আটটি।

বাংলাদেশ এর আগে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২২টি উইকেট নিতে পেরেছিল তিনবার—২০১২ সালে আয়ারল্যান্ড সফরে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এবং ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই। টি-টোয়েন্টিতে চার বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে অলআউট করার কোনো উদাহরণ নেই। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের ব্যবধান। রানের হিসাবে এর চেয়ে বড় ব্যবধানে জয় একবারই। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে (৮৪ রানে)।

জাকের আলীর রেকর্ড-
সিরিজে জাকের আলীর ছক্কা, যা দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৭টির বেশি ছক্কা ছিল না আর কারও। বহুজাতিক টুর্নামেন্ট মিলিয়েই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু তামিম ইকবালের—২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি।২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাকেরের ছক্কা। যা এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের যৌথ সর্বোচ্চ। এ বছরই ২১টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়ও।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয়বার এক ম্যাচে ৬টি ছক্কা মেরেছেন জাকের। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান একাধিকবার পাঁচটি ছক্কাই মারতে পারেননি।জাকের আলীর ৭২, টি-টোয়েন্টিতে পাঁচে নেমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৬৩* তাওহিদ হৃদয়ের, গত অক্টোবরে হায়দরাবাদে ভারতের বিপক্ষে।