• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ওমানকে সাইজ করে আজ সুপার টেনের লড়াই মাশরাফিদের


প্রকাশিত: ১০:০৩ পিএম, ১২ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৮ বার

স্পোর্টস রিপোর্টার  :  ওমানকে সাইজ করে আজ সুপার টেনের লড়াই মাশরাফিদের ।ধর্মশালার হিমশীতল আবহাওয়ার মাঝেও ওমান ম্যাচের উত্তাপটা 1ঠিকই টের পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যেই ওমানকে গ্রুপের দুর্বলতম দল ভাবা হচ্ছিল। সেই দলটিই এখন সুপার টেন পর্বে ওঠার পথে বাংলাদেশের বাধা!

বড় টুর্নামেন্টে প্রথমবার মাঠে নেমেই আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ওমান। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে তারা পেয়েছে ১ পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচের আগে নবীন এই দলটির পয়েন্ট বাংলাদেশের সমান, ২ ম্যাচে ৩ পয়েন্ট! মাশরাফিও ওমানকে ছোটো করে দেখছেন না। তিনি জানান, ওমানকে হারাতে হলেও খেলতে হবে সেরাটা।

তিনি বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের ম্যাচ। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট ৩। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’রবিবার বাংলাদেশ-ওমান ম্যাচে জয়ী দল খেলবে সুপার টেন পর্বে। তবে খেলা না হলে রান রেটে এগিয়ে থাকায় উঠে যাবে বাংলাদেশ। +০.৪০০ রান রেট বাংলাদেশের, ওমানের যেটি +০.২৮৩।

এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে ম্যাচ খেলবে ওমান। তাদের সম্পর্কে খুব বেশি ধারণাও নেই বাংলাদেশ দলের। তবে অধিনায়ক জানালেন, আর সব বড় প্রতিপক্ষের মতো করেই ওমানকে দেখছে বাংলাদেশ।দলের বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘আমরা তাদের সম্পর্কে তেমন কিছুই জানিনা। ভারত-পাকিস্তানের মতো বড় দলের বিরুদ্ধে খেলার আগে আমাদের যেমন প্রস্তুতি থাকে তাদের বিরুদ্ধেও তেমনটা থাকবে।’