• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

এসো হে বৈশাখ..মিশরের কায়রোতে


প্রকাশিত: ৫:৪৪ পিএম, ১৫ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

 

 

মিশর. কায়রো থেকে ইউ.এইচ. খান  : এসো হে বৈশাখ এসো এসো…গানের মধ্যে দিয়ে ‘পহেলা বৈশাখ  ১৪২৫’ উদযাপিত হলো  Missor 1st Boishak-www.jatirkhantha.com.bdমিশরের রাজধানী কায়রোতে।দিবসটি উপলক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাসে এক  বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৪ই এপ্রিল বিকাল ৫.৩০ ঘটিকায় শুরু হওয়া পহেলা বৈশাখ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ  বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহন করেন। বিপুল উৎসাহ নিয়ে প্রবাসীরা সময়ের আগেই উপস্থিত হতে থাকেন।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে পূরো দূতাবাসকে আল্পনা ও বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হয়। প্রবাসীদের অংশগ্রহনে বালিশ খেলা, মিউজিক চেয়ার, বিস্কুট খেলা , বল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের দেশীয় খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেMissor 1st Boishak-www.jatirkhantha.com.bd-1 প্রবাসীরা বিভিন্ন ধরনের দেশীয় গান পরিবেশন করেন।

কাউন্সেলর (রাজনৈতিক) এটিএম আব্দুর রউফ নিজে একটি গান পরিবেশন করেন যা প্রবাসীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। খাবার পর্বে দেশীয় বিভিন্ন ধরনের খাবার , পিঠা ও মিষ্টির ব্যবস্থা ছিল। পহেলা বৈশাখ উপলক্ষ্যে এক আকর্ষনীয় লটারী ও র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রবাসীরা এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) এটিএম আব্দুর রউফ, শ্রম সচিব জুবাইদা মান্নান সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। দূতাবাসের নতুন নির্মিত বড় পরিসরের মিলনায়তনে প্রথম বারের মত কোন অনুষ্ঠান আয়োজিত হলো।