• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

এসএসসি পরীক্ষার খাতা ‘লুট’ খোকসায়


প্রকাশিত: ১:৫০ এএম, ৩ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তরা এসএসসি পরীক্ষার ২৫০ খাতা ‘লুট’ করেছে বলে sssঅভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় আমবাড়িয়া ইউনিয়নের আটগাছিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার সন্ধায় প্রধান পরীক্ষকের কাছে থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ে ২৫০টি খাতা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। আমবাড়িয়া ইউনিয়নের আটগাছিয়া পাড়ার কাছে ভ্যান পৌছলে কয়েক দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তারা হামলা চালিয়ে পরীক্ষা খাতা লুট করে।

এ ঘটনায় ওই শিক্ষক থানায় একটি জিডি করেছেন। খোকসা থানা ওসি নাজমুল হুদা এ বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা বানু বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। তদন্ত করে দেখা হচ্ছে।