• বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫

এসএসসিতে ফেসবুক বন্ধ থাকছেনা


প্রকাশিত: ১:৫২ পিএম, ২৮ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

স্টাফ রিপোর্টার :  আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা’য়  ফেসবুক বন্ধ থাকছেনা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন sscরেগুলেটরি কমিশন (বিটিআরসি) এসময় ফেসবুক বন্ধে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানিয়েছে।ফেসবুক বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।তিনি জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার বিষয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়নি। তবে বিটিআরসি টেকনিক্যাল কিছু বিষয় পরীক্ষা করে দেখেছে। সরকারের সিদ্ধান্ত পেলে বিটিআরসি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।