• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

এসএমএস আড়াল করতে ফোন গিলে খেলো গার্লফ্রেন্ড!


প্রকাশিত: ২:৩৫ এএম, ১৯ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

 

ডেস্ক রিপোর্টার : বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচতে এবং মোবাইলের এসএমএস গুলো আড়াল করতে 1নিজের মোবাইল গিলে খেলে আদিয়ানা নামের ১৯ বছর বয়সী এক ব্রাজিলিয়ান তরুণী।

বেশ কিছুদিন আগে অন্তরঙ্গ মুহূর্তে ফোন ধরায় বান্ধবীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এক মার্কিন নাগরিক। সেই ঘটনা রীতিমতো ঝড় তোলে গোটা যুক্তরাষ্ট্রে।

এবার তারই পথ ধরে ঘটলো তার চেয়েও অদ্ভূত ঘটনা। বয়ফ্রেন্ডের কাছ থেকে মোবাইলের এসএমএস আড়াল করতে পুরো ফোনটাই গিলে ফেললেন ব্রাজিলিয়ান এক তরুণী।

আদিয়ানার কাছ থেকে তার বয়ফ্রেন্ড এসএমএস চেক করার জন্য মোবাইল চাইলে আদিয়ানা ছুটে পালিয়ে যায় এবং কোনো রকম চিন্তাভাবনা না করে মোবাইল সেটটাই গিলে ফেলেন। এরপর অপারেশন করে তার পেট থেকে ফোনটি উদ্ধার করা হয়