• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

এশিয়া কাপে চমক দেখাবে মাশরাফি বাহিনী


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

masrafi-www.jatirkhantha.com.bdনীপা খন্দকার  :  বিশ্বকাপের আগে এশিয়া কাপ হবে ।এখন আমাদের স্বপ্ন এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপে চমক দেখানোর অপেক্ষায় আছি আমরা। বি1শ্বকাপে আমাদের এই দল নিয়েই ভালো খেলার চেষ্টা করতে হবে।’ সেই ভালোটা কী, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কী লক্ষ্য থাকবে—এসব প্রশ্নে  বাংলাদেশ দলের অধিনায়ক, বললেন, ‘বিশ্বকাপের দল ঘোষণা হলেও আমি এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছি না।

বিশ্বকাপের আগে এশিয়া কাপ হবে, আমার চিন্তা আপাতত সেটা নিয়ে। বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এখনই কথা বলতে চাই না।’এশিয়া কাপও যেহেতু ২০ ওভারের ক্রিকেটের, এই টুর্নামেন্টে ভালো খেলেই বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান মাশরাফি।

বিশ্বকাপে দলের লক্ষ্যটাও নির্ধারণ করবেন এশিয়া কাপের পারফরম্যান্স দেখেই। তবে সেই লক্ষ্যটা যা-ই হোক, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের কাছে দর্শক-সমর্থকদের প্রত্যাশায় শুরুতেই লাগাম পরাতে চাইলেন ২০১৫-এর সফল অধিনায়ক, ‘আমাদের ওয়ানডে দলটা তিলে তিলে গড়া।

কিন্তু টি-টোয়েন্টিতে আমরা এখনো সে রকম ভালো দল হয়ে উঠিনি। ওয়ানডের সাফল্যকে টি-টোয়েন্টির প্রত্যাশার ভিত ধরলে তাই ভুলই হবে। টি-টোয়েন্টিতে ওয়ানডে বিশ্বকাপের মতো বড় কিছু আশা না করাই ভালো।’ তবে মাশরাফি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘অন্য সব খেলার মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের চেষ্টা থাকবে ভালো খেলা।’

ভারতে ৮ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বী হল্যান্ড, আয়ারল্যান্ড ও ওমান। ৯, ১১ ও ১৩ মার্চ ধর্মশালায় এই তিন দলের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচ খেলবে মাশরাফির দল। তিন প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল হলেও মাশরাফির টি-টোয়েন্টি দর্শন সতীর্থদের বলছে সতর্ক হতে, ‘বিশ্বকাপের প্রথম পর্বটা নিয়েই আমি বেশি চিন্তিত।

কারণ টি-টোয়েন্টিতে সব সময় ছোট দলগুলোই সুবিধাজনক অবস্থায় থাকে। চাপে থাকে বড় দল।’মাশরাফির কথার মধ্যেই লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা। প্রথম পর্ব পেরিয়ে সুপার টেনে উঠলে বাংলাদেশও যে হয়ে যাবে ছোট দল!