• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপে চমক দেখাতে আত্মবিশ্বাসী টাইগাররা


প্রকাশিত: ৯:৫০ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

নীপা খন্দকার : এশিয়া কাপে আত্মবিশ্বাসী টাইগাররা। চলতি সপ্তাহেই পর্দা উঠছে এশিয়া কাপের। স্বাগতিক হওয়ায় বাংলাদেশের উপরেই masrafi-www.jatirkhantha.com.bdবেশি চাপ।এছাড়াও মাশরাফিদের দৃষ্টি রাখতে হচ্ছে মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও। দুটি মেগা ইভেন্টকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই টাইগারদের। তবে চাপে নয় টাইগাররা আত্মবিশ্বাসী বলেই জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাকে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া বাঙালির বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভাষা শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মাশরাফি বাহিনী।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে নিয়ে মাশরাফি বলেন, আমাদের নতুন করে কিছু প্রমাণ করার নেই। দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। মাঠে নামার জন্য তারা মুখিয়ে আছে। প্রত্যেকেই তাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।