এশিয়ার মর্যাদাপূর্ণ পদকে ভূষিত ইঞ্জি.মেহেদী
বিশেষ প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭ পদকে ভূষিত হলেন বিশিষ্ঠ শিল্পপতি, শিক্ষা ও মিডিয়া গবেষক-চিন্তাশীল এবং ওমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে শিক্ষা উন্নয়ন ও মিডিয়া গবেষনায় বিশেষ অবদানের জন্যে তাঁকে এ পদকে ভূষিত করা হয়েছে।
ব্যবসায়িক সংগঠন ওয়াল্ড এইচ আরডিকনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে রোববার রাতে ঢাকার লা মেরিডিয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা গওহর রিজভী ওমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের হাতে এ পদক তুলে দেন।
এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মেহেদী জানান, সত্যিই আমি সন্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা গওহর রিজভীর কাছ থেকে এমন একটি পুরস্কার হাতে পেয়ে। আমি বিশ্বাস করি যে, পরিশ্রম, সততা একদিন না একদিন মানুষকে সফল করবেই।
জানা গেছে, সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস সেই সমস্ত নেতৃবৃন্দকে সম্মানিত করে যারা আঞ্চলিক কর্মকাণ্ডে শক্তিশালী ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো একটি ফোরাম তৈরি করার মাধ্যমে কর্মের গুনগত মানউন্নয়নের লক্ষ্যে ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত সংগঠনকে সম্মানিত করার একটি মানদণ্ড স্থাপন করে কর্মের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি প্রদান করা।
সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, গবেষক এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত হয়েছিল এই জুরি বোর্ড। দক্ষিণ এশিয়ার দেশসমূহ (ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ) থেকে মনোনিত ব্যক্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।