এরশাদের ৮৬ বছর-ক্ষমতাই লক্ষ্য
বিশেষ প্রতিবেদক : নিজের জন্মদিনের কেক কেটে জাতীয় পার্টির নেতাকর্মীদের সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলেছেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, আমাদের লক্ষ্য একটাই, ক্ষমতা। রবিবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ৮৬তম জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আগামী ১৬ এপ্রিল আমাদের কাউন্সিল। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা কারোর চেয়ে ছোট নই। আমাদের লক্ষ্য একটাই ক্ষমতা। আমরা আবার ক্ষমতায় আসব। তিনি বলেন, সামনে আমাদের সুদিন। তোমরা দলকে শক্তিশালী কর। মানুষকে ভালবাসো। অতীতের দুঃখ-গ্লানি-হতাশা ভুলে যাও।
উপস্থিত কর্মী সমর্থকদের এরশাদ বলেন, তোমাদের ভালবাসায় আমি মুগ্ধ, আপ্লুত। তোমরা আমার সন্তান। সন্তানের মধ্য দিয়েই পিতা বেঁচে থাকে।
তবে, সেখানে দেখা যায়নি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ তার অনুসারী কোনো নেতাকে। এর আগে সকাল ৯টার দিকে বনানী চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে প্রথমবার কেক কাটেন তিনি।
গুলশানের একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘আগামী ১৬ এপ্রিল আমাদের কাউন্সিল। আমরা প্রমান করতে চাই যে আমরা কারো চেয়ে ছোট নই। তোমরা প্রস্তুত তো?’ জবাবে উপস্থিত কর্মী সমর্থরা ‘হ্যাঁ, হ্যাঁ’ আওয়াজ তোলেন। এরশাদ বলেন, সামনে আমাদের সুদিন। দলকে শক্তিশালী কর। মানুষকে ভালবাস। অতীতের দুঃখ-গ্লানি-হতাশা ভুলে যাও।