• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

এমপি লিটন হত্যার মূল নায়ক কাদের খান-ডিআইজি


প্রকাশিত: ৩:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

স্টাফ রিপোর্টার  :  লিটন হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক সংসদ কাদের খান বলে দাবি করেছেন rang dig faruk-www.jatirkhantha.com.bdপুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। বুধবার সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে মামলার অগ্রগতি জানাতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ডিআইজি জানান, তিনি এক বছর আগে থেকে এই হত্যার পরিকল্পনা করেন। হত্যায় অংশ নেওয়া চারজনের মধ্যে তিনজনকে ইতিমধ্যই গ্রেপ্তার করা হয়েছে।  এরা হলেন কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান এবং দুই গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসান।
mp liton-
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রানা নামের একজন পলাতক রয়েছেন। গোলাম ফারুক দাবি করেন, একবছর আগে থেকে হত্যায় জড়িতদের প্রশিক্ষণ দেয়া হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হন জাপার নেতা কাদের খান।
abdul-kader-mp-www.jatirkhantha.com.bd
এই আসনের সর্বশেষ সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। আগামী ২২ মার্চ এই আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রার্থী হতে কাদের খান মনোনয়নপত্র তুলেছিলেন। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। কিন্তু এর আগের দিন ‘নজরবন্দী’ কাদের খান মনোনয়নপত্র দাখিল না করার ঘোষণা দেন।