• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

এমপি লিটন খুন-আওয়ামী লীগ নেতারা ‘থ’-বিস্মিত ও আতংকিত


প্রকাশিত: ৪:২৯ এএম, ১ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

liton-1-www-hatirkhantha-com-bdmp-liton-www-jatirkhantha-com-bd
সাইফুল বারী মাসুম  :  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে ঘরে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতারা ‘থ’  বনে গেছেন। এই ঘটনায় দলটির নেতারা বিস্মিত ও আতংকিত। নেতারা বলছেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন জনমনে ভীতি ও আতঙ্ক ছড়াতে এই ধরনের হামলা করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য  বলেন, এ ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়াবে, এটা স্বাভাবিক। তবে দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন সন্ত্রাসীরা জনমনে ভীতি ছড়াতে এই ধরনের হামলা করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা দেশে সন্ত্রাসকে বাড়ানো।

সূত্র জানায়, নেতারা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা করছেন সাংসদ নিহত হওয়ার ঘটনাটি। ধানমন্ডিতে অবস্থিত দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি আলোচনা হচ্ছে। সেখানে একনেতা বলেন, ওইখানে জামায়াত-বিএনপিতে ভরা। প্রথম সন্দেহ তো তাদের দিকেই। তবে দল থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে যখন শান্তি বিদ্যমান, তখন জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে এই ধরনের ঘটনা হয়েছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করবে।

মনজুরুল ইসলামকে বাসায় ঢুকে গুলি করে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, গাইবান্ধার সাংসদ হত্যায় জড়িত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।