• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

এমপি লিটনকে নিম্ন আদালতে আত্মমপর্ণনের নির্দেশ হাইকোর্টের


প্রকাশিত: ২:১২ পিএম, ১২ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

হাইকোর্ট প্রতিবেদক:    শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় দায়ের মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের করা আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আগাম জামিন আবেদন খারিজের পাশাপাশি সাংসদ লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মমপর্ণের আদেশ দিয়েছেন।

এর আগে মঞ্জুরুল ইসলাম লিটন শিশু শাহাদাতকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন।তাঁর আইনজীবী মোকছেদুল ইসলাম বলেছিলেন, জামিন আবেদনে বলেছি, এমপি মঞ্জুরুল ইসলাম একটি পরিস্থিতির শিকার। উনি আশা করেন যে উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার পাবেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে ২ অক্টোবর সকালে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। এ সময় সাংসদ মঞ্জুরুল ইসলাম গুলি ছুড়লে শিশুটির বাঁ পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে।এ ঘটনায় সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হয়।