• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এভ্রিল এবার সাকিবের নায়িকা


প্রকাশিত: ৯:২৩ পিএম, ২ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

বিনোদন রিপোর্টার : `মিসওয়ার্ল্ড বাংলাদেশ` দিয়ে আলোচনায় আসা জান্নাতুল নাঈম এভ্রিল এবার বড় পর্দায় অভিনয় করতে avril-sakib-www.jatirkhantha.com.bdযাচ্ছেন। শুরুতেই ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এমনটাই জানা গেছে। ছোট পর্দায় অভিনয়ের পর দীর্ঘ দিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল এভ্রিল সিনেমায় অভিনয় করবেন। এবার সে গুঞ্জন বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

এভ্রিল বলেন, শাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য গত ২৯শে জুন আলোচনা হয়েছে। ছবিতে কাজের জন্য আমি চূড়ান্তও হয়েছি। তবে এখনই এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।এভ্রিল আরও বলেন, চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি এটা আমার জন্য যারপরনাই আনন্দের। বলা যায় আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।

শাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে। নায়িকা চরিত্রে আমিই অভিনয় করব। শাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন। তাঁর পরামর্শে আমি ক্ল্যাসিকাল নাচের প্র্যাকটিস করছি। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। মেনে চলছি।  এভ্রিল বলেন, ছবির নাম ও পরিচালকের নাম এখনই বলতে চাচ্ছি না। ১৫ই জুলাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানাবে তারা।