এবার ২ স্বর্ণ দোকান ডাকাত র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বিশেষ প্রতিনিধি. চট্টগ্রাম : মিচট্টগ্রামের রসরাইয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে মিরসরাইয়ের উপকূলীয় মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত কামরুল হাছানের (৪০) বাড়ি ঢাকার মিরপুরে এবং এয়াকুবের (৩৪) বাড়ি মটবাড়ীয়া ফিরোজপুর। এয়াকুব মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার প্রধান আসামি।
পুলিশ জানায়, নিহত হওয়া ডাকাত দলের সদস্যরা পেশাদার ডাকাত। তারা দেশের বিভিন্ন স্থানে বড় বড় বিপণী বিতানে বিশেষ করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত। মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারসহ একাধিকস্থানে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এই ডাকাত দলের সদস্যরা জাড়িত রয়েছে। সিসি টিভি ক্যমেরায় ভিডিও ফুটেজে তাদের ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার সত্যতা রয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, নিহত ২ ডাকাতের মরদেহ বর্তমানে মন্তাননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।
এসময় ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে ২ ডাকাত নিহত হয়।