এবার সাভারে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন
সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুকুল হোসেন নামে এক কনস্টেবল।বুধবার সকাল ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরে আলম নামে আর এক কনস্টেবল। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিন কাজী জানান, শিল্প পুলিশের একটি দল ওই চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সকাল পৌনে আটটার দিকে ওই চেকপোস্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেলে করে দুই যুবক যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তল্লাশির করার জন্য মোটর সাইকেলটিকে থামান।
সেটির কাছে যাওয়া মাত্রই ওই দুই যুবক মুকুল ও নুর আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত্যু ঘোষণা করেন।
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন বলে জানান পুলিশ সদর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান।
এদিকে আহত নুরে আলমকে দেখতে সকালে এনাম মেডিকেলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখান তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় প্রকাশক হত্যা, দারুস সালামে পুলিশ হত্যা ও আজকের পুলিশ হত্যা একই সূত্রে গাঁথা। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করব।’