এবার শাহজালালে ভারতীয় বিমানের চাকা খুললো
বিশেষ প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে খুলে পড়েছে ইন্ডিয়ান স্পাইসজেটের বিমানের চাকা। এ ঘটনার পর ফ্লাইটটির ৭৭ জন আরোহীকে নামিয়ে নিরাপদে রাখা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জাতিরকন্ঠকে জানান আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।
তিনি জানান, স্পাইসজেটের বিমানটি যাত্রীদের নিয়ে রানওয়েতে যাওয়ার পথে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় এর চাকা খুলে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফ্লাইটটিতে থেকে যাত্রীদের নামিয়ে আনে। চাকা খুলে যাওয়ার কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। চাকা মেরামতের পর ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানান আশরাফুজ্জামান।