• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

এবার রুপনগরে জঙ্গি আস্তানা-পুলিশের সাথে গোলাগুলি:১ জঙ্গি নিহত


প্রকাশিত: ১১:০৭ পিএম, ২ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। জানা 1গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ। এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অভিযানে মুরাদ নামে এক জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানান, ঢাকা মেট্রাপলিটন পুলেশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রূপনগরের দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশের অন্তত ২’শ সদস্য ঘিরে রেখেছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রাপলিটন পুলেশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাতে ওই বাসাতে পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে। এরপর দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। তাদের মধ্যে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।