• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

এবার রাজধানী ঢাকায় ৪১০টি ঈদের জামাত


প্রকাশিত: ১:০২ পিএম, ২১ জুন ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

স্টাফ রিপোর্টার :  এবার ঈদুল ফিতরে রাজধানীতে ৪১০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি eid jamat-www.jatirkhantha.com.bdকরপোরেশনে (ডিএসসিসি) ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৮০টি জামাত হবে।
ডিএসসিসি সূত্র জাতিরকন্ঠ কে জানায়, ডিএসসিসির তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে চারটি করে মোট ২২৮টি এবং জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে একটি করে সর্বমোট ২৩০টি জামাত অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির ওয়ার্ডগুলোতে অবস্টি’ত সিটি করপোরেশনের নিজস্ব মাঠ বা খোলা ময়দান বা স্কুল-মাদ্রাসার মাঠ বা সবচেয়ে পরিচিত ও জনবহুল স্থানে এ জামাতগুলো অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহর প্রস্তুতি প্রসঙ্গে ডিএসসিসির কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, প্রায় এক লাখ মুসল্লি যেন নামাজ আদায় করতে পারে, সে লক্ষ্যে ঈদগাহর প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এখন ত্রিপল লাগানোর কাজ চলছে।

২৭ রমজানের মধ্যে শামিয়ানা টানানোসহ বেশিরভাগ কাজ শেষ করার নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্ষা মৌসুমে ঈদ জামাত হবে, তাই বৃষ্টি হলেও যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে ভাবনা মাথায় রেখেই এবার ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে।

ঈদগাহে প্রায় পাঁচ হাজার নারীর পৃথকভাবে নামাজ আদায়ে ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, মুসল্লিদের জন্য ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়া মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ঈদগাহ ময়দানে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। তিনি বলেন, ঈদের প্রধান জামাতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মেয়রের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা ঈদে নামাজ আদায় করবেন। তাই পুরো ঈদগাহ ও এর আশপাশের এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রয়েছে ডগ স্কোয়াড এবং উচ্চপ্রযুক্তির মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা। পুলিশ এরই মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি আরও থাকছে সাদা পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা নিজ উদ্যোগে কাজ শুরু করে দিয়েছেন। মুসল্লিরা যাতে নিকটবর্তী দূরত্বে গিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেভাবেই স্থান নির্ধারণ করা হয়েছে।