• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

এবার যুদ্ধাপরাধী মীর কাসেমের পালা-রিভিউ শুনানি সোমবার


প্রকাশিত: ২:৫৯ এএম, ২৪ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

 

হাইকোর্ট রিপোর্টার : জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম 111কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) শুনানি হচ্ছে ২৫ জুলাই সোমবার।

আপিল বিভাগের চেম্বারকোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি গত ২১ জুন এ দিন ধার্য করেন।সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী।
আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়।