এবার যুদ্ধাপরাধী নিজামীর পালা
বিশেষ প্রতিবেদক: এবার যুদ্ধাপরাধী নিজামীর পালা ।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
সোমবার সকালে আপিল শুনানির দশম দিনে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই শুনানি হয়।
এর আগে গত ২ ডিসেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন তিনি।
এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, নিজামীর আপিলে সাজা কমানোর সুযোগ নেই।