• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

এবার মীর কাসেমের পালা-জেলে দেখা করল পরিবার


প্রকাশিত: ৭:০৩ পিএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

বিশেষ প্রতিবেদক   :   শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে mir-kasem2-www.jatirkhantha.com.bdজামায়াত নেতা মীর কাশেম আলীর সঙ্গে তার স্ত্রী ও পরিবারের লোকজন দেখা করেন বলে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ।

তিনি বলেন, কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা তার সঙ্গে দেখা করেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা জামায়াতের এ নেতার সঙ্গে কথা বলেন।

গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসির রায় বহাল রাখার দুই দফায় তার আইনজীবী ও পরিবারের সদস্যরা দেখা করেন। তবে মৃত্যুদণ্ডের রায়ের চূড়ান্ত (প্রিন্টেড) কপি এখনও কারাগারে আসেনি বলে ওই কর্মকর্তা জানান।

মীর কাসেম এ কারাগারের ফাঁসির সেলে বন্দি রয়েছেন। গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমকে মৃত্যুদন্ড দেয়।

একই বছরের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন এই আলবদর কমান্ডার। এ বছরের ৮ মার্চ দেয়া রায়ে আপিল বিভাগও তার মৃত্যুদন্ড বহাল রাখে।