এবার মন্ত্রী মহসিন আলীর স্ত্রী সায়রা আ’লীগের প্রার্থী
মৌলভীবাজার-.জেলা প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সৈয়দা সায়রা মহসিন। তিনি এই আসনের সাবেক এমপি ও সমাজকল্যাণমন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্ত্রী।
রোববার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সৈয়দা সায়রা মহসিনকে মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ২৫ জন প্রার্থীর সাক্ষাৎকার শেষে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হয়। আগামী ৮ ডিসেম্বর ওই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
৩৩৩৩৩