• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

এবার ভারতের আসামে ‘জঙ্গিদের’ গুলি ও গ্রেনেড হামলায় নিহত ১২


প্রকাশিত: ৩:৪১ পিএম, ৫ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

ডেস্ক রিপোর্টার  :  ভারতের আসামে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে jongi asam-www.jatirkhantha.com.bdভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার দুপুরে আসামের কোকরাঝার শহরে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের সাপ্তাহিক হাটে একজন সন্ত্রাসী এলাপাতাড়ি গুলি চালায়। আর একজন সন্ত্রাসী গ্রেনেড হামলার করে বলেও জানা যায়। আসামের পুলিশ প্রধান, মুকেশ সাহায় বলেন, অন্তত ৩-৪ জন জঙ্গি হামলা চালায়, গ্রেনেডও ছোঁড়া হয়। একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

এই ঘটনা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রাজানাথ সিংকে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনোয়াল।