• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এবার বুবলির লো-প্রেসার- সাকিব অপুর মহামিলনে


প্রকাশিত: ২:৫২ পিএম, ১৫ এপ্রিল ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৯৮ বার

sakib-bubli-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার :  সাকিব অপুর মহামিলনের পর এবার বুবুলি লো-প্রেসার হয়ে গেছে। এর ফলে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোঁরায় ‘রংবাজ’ bbসিনেমার মহরত শেষে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান নির্মাতা শামীম আহমেদ রনী।sakib-bubli-www.jatirkhantha.com.bd.11

তিনি জানান, বুবলি বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন। মহরত শেষে অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রনী আরও জানান, জ্বরের কারণে বুবলির রক্তচাপ কমে গেছে। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।