এবার বিমানের টিকিট মিলবে গ্রামের ডিজিটাল সেন্টারে
বিশেষ প্রতিবেদক.ঢাকা: বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের টিকিট পাওয়া যাবে ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারে। আপাতত দেশের ১১টি জেলার ১০০টি ডিজিটাল সেন্টারে এ সেবা পাওয়া যাবে।
এ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে আজ বুধবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ চুক্তিতে সই করেন এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (মার্কেটিং ও সেলস) মোহাম্মদ শাহ নেওয়াজ।
এই চুক্তির আওতায় দেশের যেসব এলাকায় বিমানবন্দর রয়েছে সেসব এলাকার সাধারণ মানুষ ইউনিয়ন পর্যায়ে বসেই ডিজিটাল সেন্টার থেকে বিমানের টিকিট করতে পারবেন। পর্যায়ক্রমে এ সেবা দেশের সব ডিজিটাল সেন্টার থেকে পাওয়া যাবে বলেও জানানো হয়।