• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

এবার বাটলারের বিরুদ্ধে ‘নিরব’ প্রতিবাদ-আউট আউট আউট…?


প্রকাশিত: ৫:২৩ পিএম, ১১ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬১ বার

3স্পোর্টস রিপোর্টার :    বাটলারের বিরুদ্ধে এবার নিরব প্রতিবাদ করবে দর্শক ও টাইগাররা। চট্টগ্রাম ম্যাচে বাটলারকে আউট 1করার পর এবার দর্শক ও ক্রিকেটাররা মুথে কুলুপ অাঁটবে কোন কথা বলবে না? শুধু বলবে আউট আউট আউট…। বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আউট হবার পর ইংলিশ অধিপতির বাজে আচরণের ঘটনায় অবাক পুরো বিশ্ব।

অনলাইন ও অফলাইনে চলছে এর তীব্র সমালোচনা।তবু কেন যেন ইংলিশ অধিনায়কের তেমন কোনো শাস্তি হয়নি। উপরন্তু আইসিসির জরিমানার খড়গ উঠেছে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা ও মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের ঘাড়ে।
4
এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার ভক্তরা দিয়েছে এক অভিনব নিরব প্রতিবাদের প্রস্তাব।
প্রস্তাবনা অনুযায়ী, ‘সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাটলার আউট হলে পুরো গ্যালারি মুখে আঙুল দিয়ে ‘চুপ’ হয়ে যাবে! সমস্যা না থাকলে যোগ দেবেন ক্রিকেটাররাও।’ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রস্তাবনা বেশ ঝড় তুলেছে।

ইতিবাচক সাড়া দিয়েছে টাইগার ক্রিকেট ভক্তরা। তারা একমত হয়ে এই তথ্যটি ছড়িয়ে দিয়েছে চট্টগ্রামের গ্যালারিতে থাকা দর্শকদের কাছে।সব ঠিক থাকলে সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার নতুন কিছু দেখতে পাবেন বাটলার ও তার বাহিনী। নিরব প্রতিবাদে হয়তো টনক নড়তে পারে তাদের। নিজের কৃতকর্মের জন্য হতে পারেন অনুতপ্ত।