• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এবার বড়পর্দায় নগ্ন নায়ক


প্রকাশিত: ৩:৫২ পিএম, ২১ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

মুম্বাই থেকে মীরা নায়ার  :   বলুন তো, বড়পর্দায় কোন বিষয়ে রণবীর সিংহের পথপ্রদর্শক আমির খান 1বা নীল নীতিন মুকেশ?না! কোনও কুইজ কনটেস্ট নয়। তবে রণবীরের নতুন খবরটা দিলে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

2আসলে বড়পর্দায় এ বার রণবীরকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখবেন দর্শক। এর আগে আমির এবং নীলকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেছেন দর্শক। আসন্ন ‘বেফিকর’ ছবির মাধ্যমে এ বার বলিউডে এক নতুন রণবীরকে চেনাবেন আদিত্য চোপড়া। এই ছবিতে থাকছে ঘনিষ্ঠ চুমু, থাকছে মেল ফ্রন্টাল ন্যুডিটি— সব মিলিয়ে ‘বেফিকর’ নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশই চড়ছে।