• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

এবার ‘প্লাস’ দিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা বর্বর স্বামীর


প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

11
কাঠালিয়া প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ্  :   কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়নে শনিবার দুপুরে এক বর্বর স্বামী তার স্ত্রীকে প্লাস দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যার চেষ্ঠা চালায়।স্ত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে স্বামী পালিয়ে যায়।

গুরুতর আহত ওই গৃহবধুকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে স্বামী মাহাবুব হোসেন বর্তমানে পালাতক রয়েছে।

ইউ পি চেয়ারম্যান এর সূত্র জানায়,  ইউনিয়নের আওরাবুনিয়া গ্রামের মো.ঈসমাইল খন্দকারের ছেলে মাহাবুব হোসেনের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ লেগে থাকত। শনিবার দুপুরের দিকে কথাকাটাকাটি হলে তার স্বামী প্লাস দিয়ে চোখে মুখে,আঘাত করে পরবর্তীততে হত্যার চেষ্টা চালায়।

স্ত্রীরির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহাবুব কে আটকায় এবং ইউ পি চেয়ারম্যান কে খবর দিলে মাহাবুব পালিয়ে যায় পরে ইউ পি চেয়ারম্যান পুলিশ কে জানান।