• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

‘এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই’


প্রকাশিত: ৩:৪২ পিএম, ২ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

বিশেষ প্রতিনিধি  :   শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদনুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এসএসসি ও ppসমমানের পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়।’ আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস হওয়া আমরা বন্ধ করেছি। আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা উন্নত শিক্ষায় ছেলেমেয়েদের শিক্ষিত করতে চাই। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা নতুন পরিবর্তন আনছি। এতে আপনারা হতাশ হবেন না। ভুলের মধ্যেই আমাদের শিখতে হবে।

মন্ত্রীকে কাছে পেয়ে একজন অভিভাবক পাবলিক পরীক্ষায় দুটো বিষয়ের পরীক্ষার মধ্যে আরও সময় রাখার দাবি জানান। এ সময় নাহিদ বলেন, ভবিষ্যতে দুই বেলা পরীক্ষা নেওয়া হবে, সেই প্রস্তুতি নিন। আগে পাঁচ দিনে সব পরীক্ষা নেওয়া হতো। এ সময় শিক্ষাসচিব, ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।