• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

এবার নিউইয়র্কের জ্যামাইকা মাতাবেন রুনা-সাবিনা


প্রকাশিত: ৬:০১ পিএম, ৫ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

Runa-sabina-www.jatirkhantha.com.bdনিউইয়র্ক থেকে জেড এইচ খান  :    প্রথমবারের মত দেশের বাইরে একমঞ্চে গাইবেন রুনা-সাবিনা। দেশের কিংবদন্তিতুল্য সংগীত শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। গানের ভুবনের এই দুই গুণী শিল্পী প্রথমবারের মত দেশের বাইরে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা।’

বিশাল এ আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।

কনসার্টের প্রস্তুতি সম্পর্কে আলমগীর খান আলম জানান, শো-টাইম মিউজিক সবসময়ই ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এবার রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কনসার্ট করার উদ্যোগ নেয়া হয়েছে।

টিকেটের ক্রয়মূল্য ৫০ ও ৭৫ ডলার এবং ভিআইপি টিকেট মূল্য ১০০ ও ১৫০ ডলার। এলিট ক্লাসের জন্যে বিশেষ কিছু টিকেট থাকছে।