• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

এবার নারী গোল্ড স্মাগলার পাকরাও


প্রকাশিত: ৪:৩৮ পিএম, ১৫ জুলাই ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

বেনাপোল প্রতিনিধি :  এবার নারী গোল্ড স্মাগলার পাকরাও হয়েছে বেনাপোলে। শুল্ক গোয়েন্দারা আজ শনিবার সকালে বেনাপোলে  ladygold smagglar-www.jatirkhantha.com.bdবিশেষভাবে লুকায়িত ২ কেজি ৭৫ গ্রাম স্বর্ণের বারসহ একজন নারীকে আটক করেছে।যাত্রীর নাম বেগম রোকসানা। বয়স ৩০ বছর। স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরে লুকিয়ে রেখেছিল। শুল্ক গোয়েন্দা জানায়, সকাল ৯ টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে নারী কর্মকর্তা দ্বারা ওই নারীর শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করেন। এর মূল্য প্রায় ১.৩৫ কোটি টাকা।