• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

এবার নারীর অন্তর্বাসে-ইউএস বাংলায় ফের গোল্ডস্মাগলিং


প্রকাশিত: ৩:২৬ পিএম, ৯ জানুয়ারী ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

gold lady-www.jatirkhantha.com.bd
বিশেষ প্রতিনিধি :   ইউএস বাংলায় ফের গোল্ডস্মাগলিং হচ্ছে। এবার হযরত শাহজালাল বিমানবন্দরে নারীর অন্তর্বাস থেকে প্রায় তিন কেজি সোনা উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক নারীর নাম জান্নাতুল ফেরদৌস(২৩)। তার বাড়ি নরসিংদী। তিনি ইউএস বাংলার ফ্লাইট বিএস-৩২২ যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান জাতিরকন্ঠকে জানান, আকাশপথে এই সোনা হস্তান্তর হয়েছে।

ইউএস বাংলার ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তাকে নজরদারিতে রাখে এবং ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়। এসময় তার অন্তর্বাস থেকে ২ কেজি ৭৮৫ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।